Tour Packages

Cox's Bazar- Senmartin

Explore Cox's Bazar

৳ 11000.00

4 day 5 night|
30|
Nov, 01-2022|
07:00 pm
img
Tour Overview

কক্সবাজার + সেন্টমার্টিন ৫ রাত ৪ দিন।

কক্সবাজারে একরাত্র থাকা  ও সেন্টমার্টিনে দুইটা রাত থাকা। 

ভ্রমণের ধরনঃ রিলাক্স ট্যুর

বিঃদ্রঃ- আমরা আমাদের ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি এবং মেয়েদের জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি। সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারেন।

 

**এই ট্যুরে আমরা যা যা দেখবোঃ

১. কক্সবাজার সমুদ্র সৈকত।

২. হিমছড়ি পাহাড়।

২. হিমছড়ি ঝর্না।

৩. মেরিন ড্রাইভ।

৪. ইনানি বিচ।

৫. সেন্টমার্টিন দ্বীপ।

৬. ছেড়াদ্বীপ।

***

আসন সংখ্যা : সিট

 

** প্যাকেজ প্রাইজঃ প্রতি জন- 11০০০০/- মাত্র

কাপলদের জন্য দুজন 24০০০/- মাত্র **

★ কাপলদের জন্য আলাদা কাপল রুম থাকবে

★ছেলেদের আলাদা মেয়েদের আলাদা রুম থাকবে, এবং প্রতি বেডে (খাটে) মাত্র ২ জন করে অবস্থান করবে।

 

✔✔✔ যা যা থাকছে প্যাকেজের মধ্যেঃ

১২ বেলা পর্যাপ্ত খাবার। 

  • খুলনা-কক্সবাজার- খুলনা নন এসি কোচ বাস সার্ভিস।
  • এসি হোটেল সার্ভিস। 
  • সকল পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি।
  • কক্সবাজারে ১ রাত রিসোর্টে থাকা।
  • হিমছড়ি পাহাড়ের প্রবেশ ফি।
  • সেন্টমার্টিন এ ২ টি রাত থাকা।
  • ছেড়াদ্বীপ যাবার খরচ।

 

ভ্রমণ পরিকল্পনা **

 

আমাদের খাবার মেনুতে যা যা থাকছেঃ

====================

*প্রথম দিন

★★সকালঃ পরটা২/৩ টা-ডাল ভাজি।

★★ দুপুরঃ  ভাত+সামুদ্রিক কোরাল মাছ+বেগুন/আলু/শুটকি ভর্তা+সবজি+ডল।

★★রাতঃ নানরুটি + সামুদ্রিক মাছের বারবিকিও।

* পরের দিন

★★সকালঃ ভূনা খিচুড়ী+ ডিম।

★★দুপুরঃ  ভাত+গরু মাংস+বেগুন/আলু/শুটকি ভর্তা+সলাদ।

★★রাতঃ ভাত + মুরগির মাংস+ সবজি+ শুটকি ভর্তা।

*★★***

** প্যাকেজে যা যা থাকছে নাঃ

- কোন ব্যক্তিগত খরচ

- কোন ঔষধ

- প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ। 

***

Tour Location
Package Details
Total Cost: ৳ 11000.00/Per person

img img